বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে না পেরে বিএনপি ও জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও মিথ্যা গুজব ছড়াচ্ছে।
তাদের নৈরাজ্য সৃষ্টির পায়তারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটনা ও গুজব ছড়ানো প্রতিহত করতে দলীয় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post