Print Date & Time : 11 September 2025 Thursday 9:40 pm

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপনী

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সিও প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দলীয় গতিশীলতা সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সিও সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য মন্ত্রনালয়ের জয়েন্ট সেক্রেটরী লতিফা খাতুন।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহারিয়র হিজল, হরিনাকুন্ড পৌরসভার মেয়র ফারুক হোসেন প্রমুখ।

গত ১১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ অক্টোবর ২০২৩