Print Date & Time : 12 September 2025 Friday 6:08 pm

ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, এনডিসি কামরুজ্জামান সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রে শরিফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইফা’র মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মো: জাকির হোসেন প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৪৬ বার কুরআন খতম দেওয়া হয়।