ঝিনাইদহ প্রতিনিধি- মহামারী করোনার সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি করোনার টিকা নিতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন আইয়ুব হোসেন নামের এক জনপ্রতিনিধি। তিনি সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, সমাজের সর্বস্তরের মানুষকে টিকা নিতে তিনি পাগলা কানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, সরকারি দেওয়া নানা নিদের্শনা মানুষ যেন মেনে চলে সেই সাথে করোনা থেকে বাঁচতে টিকা নিতে যারা আগ্রহী না তাদের উদ্বুদ্ধ করছি। এ প্রচারাভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।
প্রিন্ট করুন
Discussion about this post