Print Date & Time : 22 August 2025 Friday 11:15 am

ঝিনাইদহে করোনায় দুইজন ও উপসর্গে চার জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে চারজন মারা গেছেন।

রোববার (২৫ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ শতাংশ। এদের মধ্যে সদর উপজেলায় ১৫৪ জন, শৈলকূপায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ১৮ জন, কালীগঞ্জে ৪৯ জন, কোটচাঁদপুরে ৩৫ জন ও মহেশপুরে আটজন।’

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। সকালে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার, ভাটই বাজারসহ বিভিন্ন স্থানে বসেছে হাট-বাজার। চলছে কেনা-বেচা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। খোলা হচ্ছে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, পোশাকের দোকান।

ভাটই হাটে আসা রাসেল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘লকডাউন দিয়েছে তো কি করব ভাই। সকালে মানুষ হাটে পেঁয়াজ আনছে। সেটি কিনছি। একটু ভিড় হচ্ছে কিছু করার নেই।’

ওই হাটের চা দোকানি হাসান আলী বলেন, ‘পেটের দায়ে দোকান খুলেছি। লকডাউন চললেও কিছু করার নেই। ছবি তুলে আমারে আবার বিপদে ফেলেন না।’

লকডাউন নিশ্চিতে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, আরাপপুর বাস স্ট্যান্ডসহ কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা বলেন, ‘লকডাউন কার্যকরে জেলা শহরসহ ছয় উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত দুই দিনে জেলায় ৮৬ টি মামলায় ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।’