Print Date & Time : 23 July 2025 Wednesday 6:40 am

ঝিনাইদহে কারাতে সেমিনার ও বেল্ট প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি:
সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সোতোকান কারাতে দো স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু, কারাতে প্রশিক্ষক নাসিমা আক্তার জুই।
দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৬ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয়।
সেসময় আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে আরো সুস্থ ও সচেতন হয়ে উঠবে। এছাড়াও নারীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে নিজেদের প্রতি সহিংসতা প্রতিরোধে সক্ষম হবে।