Print Date & Time : 25 August 2025 Monday 6:22 am

ঝিনাইদহে কৈশোর মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি- “কৈশোর কর্মসূচি, মেধা ও মননে সুন্দর আগামী” এ শ্লোগানে ঝিনাইদহে উপজেলা পর্যায়ে কৈশোর মেলা মেরাথন দৌড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার দুপুরে শহরের পবহাটী বলফিল্ডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ শাখার চেয়ারম্যান এম. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ সারাফত হোসেন, সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক (অর্থ) অর্জুন কুমার মজুমদার, কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন এস এম শান্তনুর রহমান। 

সেসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের কৈশোর কর্মসূচি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ মে ২০২৪