Print Date & Time : 19 July 2025 Saturday 8:06 pm

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালামের’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ছাত্রদলের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানানো হয়।