Print Date & Time : 24 August 2025 Sunday 10:38 am

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ৩ কৃষককে কুপিয়ে যখম

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ কৃষককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহত ৩ কৃষক বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহতরা হলো-ওই গ্রামের আজিবর মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৬০), টোকন মন্ডল (৩৫) ও রবিউল ইসলামের ছেলে আলিম মন্ডল (৩১)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বেড়াদি গ্রামের মতিয়ার মিয়ার সাথে একই গ্রামের রবিউল মন্ডলের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। 

গত রোববার বিকেলে বিরোধপুর্ণ জমিতে ধান বাঁধছিলো রবিউল ইসলাম, টোকন মন্ডল ও আলিম। সেসময় মতিয়ারের ভাড়াটিয়া গুন্ডা পাশের কোলা গ্রামের আজিজুল, সোহেল, রুবেল তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মে ২০২৪