Print Date & Time : 26 August 2025 Tuesday 8:24 pm

ঝিনাইদহে জাতীয়তাবাদী প্রজন্মদলের আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনটির কমিটি গঠন করা হয়। কমিটিতে শামীম একরাম প্রলয়কে আহ্বায়ক, সজিব মালিতাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠনের নেতাকর্মীরা জানান। পরে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ ও যুগ্ম আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নুকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।