Print Date & Time : 11 September 2025 Thursday 8:02 pm

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ

ঝিনাইদহ প্রতিনিধি- ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের দেবদারু এভিনিউতে নবগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘সারা বাংলা ৮৮’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘সারা বাংলা ৮৮’র জেলা প্যানেল’র সভাপতি মেহেদী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, ‘সারা বাংলা ৮৮’’র জেলা প্যানেল’র সাধারণ সম্পাদক কাজী মাহবুবুর রহমান রুনু। পরে সংগঠনের পক্ষ থেকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ৭ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়।