তামাকের ন্যায্য মুল্য নিশ্চিত করতে দেশীয় তামাক রক্ষায় ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ তামাকচাষীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তব্য রাখেন দেশীয় তামাক চাষী কল্যান সমিতির (ঝিনাইদহ-মেহেরপুর) আহবায়ক আলমগীর হোসেন রিন্টু, যুগ্ম-আহবায়ক দুদু শাহ্, রুহুল আমিন, সদস্য রমজান আলী মিন্টু, আমিনুল ইসলাম পিলু, রবিউল ইসলাম জনি, জহুরুল ইসলাম, হোসেন আলী, শাকিরুল ইসলাম,উজ্জ্বল মিয়া ও ওমর আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রæত বাস্তবায়ন চাই। তারা আলো বলেন আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকার ২০১৮-১৯ অর্থ বছরে শতভাগ দেশীয় কোম্পানিগুলোর জন্য আলাদা নীতিমালা তৈরির উদ্যোগ নিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হুমকির মুখে পড়েছে ৩০টি দেশীয় সিগারেট প্রস্তুতকারী কোম্পানি।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, কাজ করে দু-মুঠো ডাল-ভাত খেতে চাই, তাই আমাদের চাষাবাদ করার সুযোগ দিন। আমরা উৎপাদন করতে চাই।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post