Print Date & Time : 11 September 2025 Thursday 3:27 am

ঝিনাইদহে দুধ খাওয়ানো উৎসব অনুষ্ঠিত

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দুধ খাওয়ানো উৎসব হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৭’শ ৭০ জন ছাত্রী দুধ খাওয়ানো হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রানী পোদ্দার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা: সুব্রত কুমার ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা: তারেক মুসা।

আয়োজকরা জানায়, সেবা সপ্তাহ উপলক্ষে ছাত্রীদের দুধ খাওয়ার অভ্যাস করতে বিদ্যালয়ের ছাত্রীদের দুধ খাওয়ানো হয়। সেসময় দুধের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন বক্তারা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩