ঝিনাইদহ প্রতিনিধি: পৌষের শেষে তীব্র শীত নাকাল জনজীবন। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ দুস্থ ও অসহায়রা।
এই শীতে অসহায় দুস্থ শীতার্তদের একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আদর্শপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে কিশোর সংঘ ফাউন্ডেশন।
সেসময় ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুস শাকিব, এ কে এম ওহিদুল ইসলাম, সভাপতি তানভির আহম্মেদ প্রিন্স, সাধারণ সম্পাদক শাকিব আহম্মেদ বাপ্পিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলেও জানায় আয়োজকরা। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।

Discussion about this post