Print Date & Time : 7 July 2025 Monday 4:04 pm

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহযোগীতা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-শারিরীক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাদের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদাণ করেন এইড’র প্রাইড প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, এইড’র সহকারী পরিচালক সুরাইয়া পারভীন, কর্মকর্তা তাপস কুমার দেবনাথ মশিউর রহমানসহ অন্যান্যরা।
আয়োজকরা জানায়, প্রাইড প্রকল্পের আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে দর্জি, মুদি, কাপড়, সবজি, ছাগল পালনের লক্ষ্যে ২ লাখ ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।