Print Date & Time : 14 September 2025 Sunday 4:19 pm

ঝিনাইদহে বঙ্গমাতার জন্মদিন পালিত

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি যোগে শিল্পকলা একাডেমী চত্বরে জমা হয় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বঙ্গমাতার প্রেরণা সকল নারীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন নারীরা। এছাড়াও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//