Print Date & Time : 13 September 2025 Saturday 8:47 am

ঝিনাইদহে ‘বাইগার পারের বাঙ্গালি’ নাটক মঞ্চায়ন

ঝিনাইদহে “বাইগার পারের বাঙ্গালি” নাটক মঞ্চায়িত হয়েছে। চলতি বছর দ্বিতীয় বারের মতো সফলভাবে শেষ হলো দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও স¤প্রীতির মেলবন্ধন।

এ উপলক্ষে শুক্রবার রাতে শহরের প্রান্তিক কনভেনশন হলে অংকুরের আয়োজনে থিয়েটার আড্ডা ও নাটক “বাইগার পারের বাঙ্গালি” নাটক মঞ্চায়িত হয়। নাট্যকার রহিম আব্দুর রহিম, নির্দেশনায় ডঃ তাপস দাস, ভারতের পশ্চিমবঙ্গের পরিবেশনায় “এসো নাটক শিখি”।

অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফেটু জোয়াদ্দার, অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক, অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তরিকুল ইসলাম পলাশ, ঝিনাইদহের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল পারভেজ, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি তারেক হোসেন পল্লব, সাধারণ সম্পাদক বাবুল আকতার লাল্টু।


অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস’র স ালনায়। নাটকটি দর্শক মহলে ব্যপক প্রশংসা অর্জন করে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ সেপ্টেম্বর ২০২৩