Print Date & Time : 25 August 2025 Monday 9:41 pm

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি- রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

সেসময় মুল্য তালিকা না থাকা, রঙিন চিপস বিক্রি করা, উৎপাদিত মুড়ির বাজারতাজরণের সময় মেয়াদ না দেওয়ার অপরাধে শহরের নতুন হাটখোলা, তহ বাজার ও এইচএসএস সড়কের ৩ টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ মার্চ ২০২৪