ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে বালিকাদের হকি লীগ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রিড়া অফিসের আয়োজনে ফজরআলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়ারানী চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিড়া অফিসার মাহবুবুর রহমান। প্রতিযোগীতায় অংশগ্রহন করে ৬টি বালিকা দল। এর মধ্যে ফাইনাল খেলায় ৩-০ গোলে ফজরআলী গার্লস স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। জালালপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Print Date & Time : 4 July 2025 Friday 10:54 pm