ঝিনাইদহ বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রোধে করনীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্রের আয়োজনে সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শারমীন আক্তার সুমি, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। পরে পদ্মাকর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক।
সেসময় বক্তারা, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাল্য বিবাহ ও যৌতুক প্রথা রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post