শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর আওয়াজ জেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামান থেকে পদযাত্রা শুরু হয়।
এতে ঝিনাইদহ জেলা ছাড়াও ৬ উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর ঘুরে আরাপপুরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, বর্তমান সরকারকে অবৈধ দাবী করে দ্রæত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post