Print Date & Time : 12 September 2025 Friday 9:19 am

ঝিনাইদহে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে ঝিনাইদহে সমাবেশ করেছে বিএনপি। রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শেখর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু।

সেসময় বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ সেপ্টেম্বর ২০২৩