Print Date & Time : 24 August 2025 Sunday 12:57 pm

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে।

রোববার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য রালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুম, জেলার ৬ উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, সমাজ থেকে অন্যায় অপরাধ দুরসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিপি সদস্যদের একাগ্রতার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে কাজ করার পরামর্শ দেন। পরে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়।