Print Date & Time : 24 August 2025 Sunday 11:26 am

ঝিনাইদহে ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন 

ঝিনাইদহ প্রতিনিধি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্প কলা একাডেমিতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

সেসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন২০২৪