Print Date & Time : 12 May 2025 Monday 12:10 pm

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবি বাস্তবায়ন ও দাবির বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং (ম্যাটস)’র শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর পর ধরে ম্যাটস শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী পুরণে আন্দোলন করে আসছে। গত ২২ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় দাবী বাস্তবায়নে ৩ দিনের সময় নিয়ে তা আজও পুরণ করেনি। এছাড়াও আমাদের যৌক্তির দাবী নিয়ে কিছু মহল কটুক্তি ও মিথ্যাচার করছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত দাবী বাস্তবায়নের আহ্বান জানানো হয় সেই সাথে কটুক্তির প্রতিবাদ জানানো হয়।