ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলু লষ্কর কে গ্রেফতার করা হয়েছে।
গেল রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ঢিলাবাড়ি এলাকা থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। সে সদর উপজেলার বদনপুর গ্রামের ছাত্তার লষ্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন জানান, প্রায় ২০ বছর আগের একটি মামলায় ২০২১ সালের ১৭ অক্টোবর ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাবলু লষ্কর কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার ৭ ধারায় তাকে দন্ডিত করা হয়। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব ও পুলিশ যৌথ ভাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ঢিলাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেসময় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ সেপ্টেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post