প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঝিনাইদহে অভিভাবক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার খালেকুজ্জামান, কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, ওই বিদ্যালয়ের অ্যাকটিভ সিটিজেন গ্রæপের সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, সনাক ঝিনাইদহের সহ-সভাপতি আহমেদ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post