ঝিনাইদহে জেলা পর্যায়ের শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অনুষ্ঠানে সেসময় জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, এসিল্যান্ড শারমীন আক্তার সুমীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। পরে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, দিনভর এই প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্টে জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post