Print Date & Time : 10 May 2025 Saturday 7:50 pm

ঝিনাইদহে সবজি বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বানিয়াকান্দর আশ্রয়ন প্রকল্পের ৪৬ টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ অন্যান্যরা।

এসময় জানানো হয়, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের বাড়ির আঙিনায় সবজি চাষে উদ্বুর্দ্ধ করতে উন্নত জাতের লাউ, কুমড়া, ঢেড়শ, পুইশাকের বীজ বিতরণ করা হয়েছে।