Print Date & Time : 25 August 2025 Monday 10:23 pm

ঝিনাইদহে ৫ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, ঝিনাইদহে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে। নতুন রুপে এই শহরকে গড়ে তোলা হবে।

 এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসির সহায়তা চান। মহুল শনিবার দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন। 

সংসদ সদস্য’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী মহুল, পোড়াহাটীর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস মিনিবাস মালিক সমিতির নেতা মোহাম্মদ আলী কানু, শ্রমিক নেতা আক্কাচ আলী, শান্তি জোয়ারদার ও তাবিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ জানুয়ারি ২০২৪