Print Date & Time : 13 September 2025 Saturday 11:41 am

ঝিনাইদহে ৬ দফা দাবী আদায়ে নার্সদের মানববন্ধন

৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নার্সরা।

শনিবার সকালে শহরের হামদহে এ কর্মসূচীর আয়োজন করে নার্সে’স এন্ড নার্সে’স স্টুডেন্ট এসোসিয়েশন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ শিক্ষার্থী নার্সরা অংশ নেয়।

সেসময় সংগঠনের জেলা শাখার সভাপতি সজল আহম্মেদ, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, কারিগরি মুক্ত নার্স, প্রফেশনাল বিসিএস, ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা, স্টাইপেন্ড বৃদ্ধি এবং ইন্টার্ন ভাতাসহ ৬ দফা দাবী জানান। এ দাবি মানা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ মে ২০২৩