Print Date & Time : 24 August 2025 Sunday 3:46 am

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হলেন কৃষিবিদ নূর-এ-নবী

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী। 

গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক স্টাফ রিভিউ সভায় তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।  

নূর-এ-নবী ২০২৩ সালের ২ এপ্রিল সদর উপজেলা কৃষি অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সদর উপজেলায় কৃষিতে কৃষকদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন। কৃষি খাতে উত্তম কৃষি চর্চা গ্রাম, পুষ্টি গ্রাম, নিরাপদ ফসল উৎপাদনসহ কৃষিতে ব্যতিক্রমী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেন। 

এছাড়াও কৃষিতে বিপ্লব ঘটানোর পাশাপাশি বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে। কৃষিবিদের এই সফলতায় জেলার কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষানী , উদ্যোক্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।  

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন২০২৪