Print Date & Time : 10 May 2025 Saturday 11:05 pm

টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা শিশু আছিয়ার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:
ফুটফুটে শিশু আছিয়া। মাত্র ২০ মাস বয়সেই আছিয়া আক্তারের হার্টে দুটি ছিদ্র দেখা দিয়েছে।
প্রায় সাত মাস আগে অসুস্থতার কারণে চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার হৃদযন্ত্রে জন্মগত দুটি ছিদ্র রয়েছে। কিন্তু অর্থাভাবে তার সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক এস কে এ রাজ্জাক জানিয়েছেন, যথাযথ চিকিৎসার অভাবে ইতিমধ্যে আয়েশার হার্টের ভাল্ব এবং নিউরো সমস্যার সৃষ্টি হয়েছে।যত দ্রুত সম্ভব অপারেশন করালে তাকে সুস্থ করা সম্ভব।

কিন্তু এ অপারেশনের জন্য প্রাথমিকভাবে আড়াই লাখ টাকার প্রয়োজন, যা আছিয়ার বাবার পক্ষে একেবারেই অসম্ভব।আছিয়ার বাবা খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন। তার স্বল্প আয়ে তিন সদস্যের সংসার চালাতেই কষ্ট হয়।

নিজের মেয়েকে বাঁচাতে তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের সাহায্য কামনা করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ফয়জুল ইসলাম ও লিয়া আক্তার ।

আছিয়ার বাবা ফয়জুল ইসলাম জানান, আমার মেয়ে হার্টে দুইটা ছিদ্র এটা বাউফলে কোনো ডাক্তার ধরতে পারে নাই ।দিনের পর দিন জ্বর,ঠান্ডা ,কাশি লেগেই থাকতো । বাউফলের সৌরভ ডাক্তার রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়। পরবর্তিতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক প্রোফেসর রাজ্জাক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় হার্টে দুটি ছিদ্র রয়েছে ।তখন কিছু ওষুধ দিয়েছিল আর বলেছিলো ২ মাস পর পর পরীক্ষা করে দেখাতে হবে ও চার বছর পূর্ন হলো অপারেশন করতে হবে ।এ খরচ ব্যয়বহুল হওয়াতে ২ মাস পর পর চিকিৎসা করাতে পরিনি। সর্বশেষ যখন নিয়ে গিয়েছিলাম তখন জানতে পারি ছিদ্র দুটি বড় হয়ে গেছে , হার্টের ভাল্ব এবং রগে সমস্যার সৃষ্টি হয়েছে এখন দ্রুত অপারেশন করাতে হবে।আছিয়া আস্তে আস্তে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে ও শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ।

শিশু আছিয়ার প্রতিবেশি ইমাম হোসেন সজিব বলেন,আছিয়া আমার মেয়ের মত। আছিয়ার জন্মগত দুইটি ছিদ্র রয়েছে ।আমরা বিভিন্ন চেষ্টা করছি চিকিৎসা টাকার জোগাড় করার জন্য । যেহেতু অনেকগুলো টাকা সেহেতু এতো টাকা জোগাড় সম্ভব হয়নি ।সমাজের বিত্তবানদের আছিয়ার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি ।

উল্লেখ্য, শিশু আছিয়া চিকিৎসার জন্য সাহায্য করতে চাইলে তার বাবা ফয়জুল ইসলামের নগদ অ্যাকাউন্ট নম্বর হলো ০১৭৭১৩৯৩৭৭৩। আপনার সাহায্য পারে আয়শার জীবনে আলো ফেরাতে।হাঁসি ফুটাতে পারে আছিয়ার বাবা-মায়ের মুখে ।