Print Date & Time : 23 August 2025 Saturday 5:44 pm

টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন

টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারী বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন বাস স্টেশনে কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

উদ্বোধন করেন সাবেক গণপরিষদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক।

এ সময় খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌর সভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসরাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩