Print Date & Time : 14 October 2025 Tuesday 10:24 am

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির বিশেষ সভা

মীর আনোয়ার হোসেন টুটুল:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন বিএনপি ও ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীন ভাবে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন সংস্কারের নামে অন্তবর্তী সরকারের ভিতরে ও বাহিরে একটি বিশেষ মহল বিএনপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার এবং নির্বাচন যাতে না হয় সে জন্য নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন ও নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষনা করে বলেছেন নির্বাচনও হতে হবে সংস্কারও চলবে। নির্বাচন কোন অবস্থায় পিছানো যাবে না। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হতে হবে। কোন ছাড় দেওয়া হবে না।
ত্রয়োদশ মহান জাতয়ি সংসদ নির্বাচন ও বিএনপির নেতাকর্মীদের ঐক্য ও সু-সংগঠিত করতে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ এর সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হয়। ]
বিশেষ সভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, আহবায়কসহ সদস্য সচিবগন উপস্থিত ছিলেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন মির্জাপুর বাইপাস এলাকার লাবু মৃধার বাস ভবনের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আযম সিদ্দিকী এবং ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রমুখ।