Print Date & Time : 11 May 2025 Sunday 9:38 pm

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল): মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদ নেতা আলামিন ইসলামের ওপর হামলা হয়েছে।

আলামিন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী জানান, মাদক ব্যবসায়ী বাবু খাঁকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে তার ওপর হামলা হয়।

বাবু খাঁ যমুনার চর থেকে আব্দুল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে তার ওপর হামলা করে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল।

এ সময় হঠাৎ আলামিনের ওপর বেশ কয়েকজন অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আলামিনকে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে আলামিনকে হাসপাতালে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যরা। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম তরুণ। এঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী বলেন, শনিবার বিকালে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জনান, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।