Print Date & Time : 14 September 2025 Sunday 12:01 am

টাঙ্গাইলে লেক ও শিশু পার্ক নির্মাণ প্রকল্পের প্রতিবাদ সমাবেশ

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে দোখলার আমতলি বাইদে লেক খনন ও শিশু পার্ক নির্মাণ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো কোচ সম্প্রদায়ের জনগণ।

১৬ জুন শুক্রবার সকালে অরণখোলা ইউনিয়নের দোখলা বাজারে আমতলি বাইদে গারোদের দখলীয় জমিতে লেক খননের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধানের আবাদি কৃষি জমি রক্ষায় বিক্ষুদ্ধ আদিবাসী জনগন ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।

সকালে স্থানীয় পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে গারো নারী পুরুষ সমবেশ হয়। দোখলায় বন বিভাগের ফটকের সামনে মধুপুর-শোলাকুড়ি সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিএমএডির সভাপতি অজয় এমৃ, মুক্তাগাছা ট্রাইবাল এসোসিয়েশনের সভাপতি হিউবাট মৃ, মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন, বাগাছাসের সভাপতি জন যেত্রা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, আবাদী জমির পক্ষে কৌশলা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতা প্রবীণ চিসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ বক্তারা বলেন, যুগ যুগ ধরে তারা এ জমিতে ধান চাষ করে খাচ্ছে। তাদের দখলীয় কৃষি জমিতে লেক খনন ও শিশু পার্ক নির্মাণ করতে চায় না। লেক খনন ও শিশু পার্ক নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি জমি নষ্ট করে লেক খনন পরিবেশের জন্য হুমকি।

সমাবেশে মধুপুর গড় এলাকার মুক্তাগাছা, ঘাটাইল, ফুলবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার গারো কোচ সংগঠনের নারী পুরুষ ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য// এইচ//