মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল:
মধুপুরে সাংবাদিক সম্মেলন করে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জোবাইর-আল-মাহমুদ রিজভী।
তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এখন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আইন পেশায় রয়েছে।
এ্যাডভোকেটজোবাইর-আল-মাহমুদ রিজভী ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের ময়মনসিংহ মহাসড়কে পাশে নিজের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
এতে তার পিতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ সভাপতিত্ব করে।
সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসনের অনেক মামলার আসামি হয়েছে। জেল খেটেছেন। তিনি অত্যাচার নির্যাতনের শিকার উল্লেখ করে বলেন, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা তিনবার এ আসনে জাসদ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছে। তার নানা আব্দুস ছাত্তার এ আসন থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন। তার ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতি করার কারণের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এক বছরের জন্য তার ভাইকে বহিষ্কার করাও হয়েছিল বলে তিনি লিখিত বক্তব্যে জানান।
রিজভী বলেন, বিগত নির্বাচনগুলোতে তিনি ছাত্র থাকা অবস্থায়ও দলের পক্ষে কাজ করেছে। বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দলের পক্ষে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালে যখন ছাত্রদলের শ্লোগান দেয়া যখন কঠিন ছিল তখন তারা ১১ জনেও মিছিল করেছে বলে উল্লেখ করে।
সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন,টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে তিনি বিএনপির মনোনয়ন চাইবে।দল তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, তার ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফ, মধুপুর পৌরছাত্রদলের সাবেক সদস্য সচিব মৃদুল খন্দকারসহ তার বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।