কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে টানা তিনবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। (আনারস) প্রতীকে ৬০৯১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বদ্বী (মোটরসাইকেল) প্রতীকের সাবেক সংসদ দম্পতির পুত্র গোলাম মুর্শেদ পিটার ৪২২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বুধবার (২২মে) রাতে কুষ্টিয়া জেলা রির্টানিং কর্মকর্তা আবু আনছার এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (টিউবওয়েল) ২৬,৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী জিয়াদুল ইসলাম (চশমা) পেয়েছেন২৫২৮৮ ভোট।মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মৌসুমি আক্তার (ফুটবল) ৩৫,১৮১ ভোট বেসরকারি ভাবে বির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মেরিনা আক্তার মিনা (পদ্মফুল) ৩২,৫৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এবারের নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়েছেন দুইজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন পাঁচজন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেছেন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১০০টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মে ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post