গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কুয়াকাটা উপকূলের মানুষের জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। সমুদ্র ও নদ নদীর পানির উচ্চতা বেড়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষের বাড়ী ঘরে পানি প্রবেশ করেছে। কৃষি জমি এখন অথৈ পানির নীচে। কর্মহীন হয়ে পড়েছে দিন মজুর শ্রেনীর মানুষ। কুয়াকাটায় কমতে শুরু করেছে পর্যটক। বৈরী আবহাওয়ায় কুয়াকাটার আবাসিক হোটেলের বুকিং বাতিল করছেন অনেক পর্যটক।
কুয়াকাটার আবাসিক হোটেল সাউথ ষ্টার’র পরিচালক মোহাম্মদ অপু বলেন, ’আমাদের হোটেলের ২০টি রুম। গতকালকেও ১০ টি বুকিং ছিল। আজকে মাত্র ৫টি বুকিং আছে তাও বিকেলে চলে যাবে। টানা বর্ষনে কুয়াকাটা পর্যটক শূন্য হয়ে পড়ছে।’
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে অনেক পর্যটক ঢেউ দেখতে কুয়াকাটায় আসে। অতিরিক্ত বৃষ্টি এবং বৈরী আবহাওয়ায় আমরা সৈকতে নামার ব্যাপারে তাদের সতর্ক করছি। বৃষ্টি বাড়ার কারনে পর্যটকরা চলে যাচ্ছে।
এদিকে বিরামহীন বর্ষনে কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মানুষ কলাগাছের ভেলা কিংবা ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে যাতায়াত করছে। অনেক রাস্তাঘাট এখনও ডুবে আছে পানির নিচে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিতি ছিল হাতে গোনা কয়েকজন মাত্র।
অতিবৃষ্টিতে বিভিন্ন গ্রামে সাপ মানুষের ঘরে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আমন বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে এ বছর আমন ফসল নিয়ে শংকিত হয়ে পড়েছেন কৃষক। বর্র্ষাকালীন সবজি সহ অন্যান্য সবজির ক্ষেতে পঁচন ধরেছে। এছাড়াও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অপেক্ষকৃত উঁচু স্থানে কৃষক তাদের গরু-ছাগল নিরাপদে রেখেছেন।
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের কৃষক মুনসুর আলী জানান, তাদের ঘরের মধ্যে পানিতে থৈ থৈ করছে। দুু’দিন পাশের এক স্কুুুলে চুলা বসিয়ে রান্না করে খাওয়া-দাওয়ার কাজ সেরেছেন।
চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের কৃষক আবদুল জব্বার জানান, তার আয়ের উৎস জমির ধান। এবছর পানিতে বীজতলা নষ্ট হওয়ায় আমন ফসল নিয়ে তিনি শংকিত হয়ে পড়েছেন।
নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামের কৃষক মোতালেব জানান, তিনদিন ধরে পানি বন্দি হয়ে পড়েছেন। ডিঙ্গি নৌকা নিয়ে যাতায়াত করছেন। টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, দু’দিন ধরে এলাকায় ঘুরে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post