টিউমার হলেই আমরা টেনশনে পড়ে যায়। অনেকে অনেকের নানা কথা শুনে দিশেহারা হয়ে নানা অপচিকিৎসার স্বীকার হয়ে অবশেষে আরো জটিলতা সৃষ্টি করে ফেলে। এমনকি পরিশেষে অনেকের ক্যান্সার ও হতে দেখা যায়।যে কোন রোগীর চিকিৎসায় আগে সে রোগের কারণ, লক্ষ্মণ, ভাবীফল,টেস্ট, টোটকা,পথ্য ইত্যাদি জেনে চিকিৎসা শুরু করলে অতি সহজেই আরোগ্য সম্ভব। তাই আসুন আজ টিউমার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি,,,,
ইংরেজিতে টিউমার বাংলায় আব্বুর্দ বলে। টিউমার শরীরের বিভিন্ন স্থানে হতে পারে । স্হান ভেদে নাম ভিন্ন ভিন্ন হতে পারে। মেরুদণ্ডে হলে উহাকে টিউমার অব দি স্পাইন বলে, ডিম্ব কোষে হলে উহাকে ওভেরিয়ান টিউমার, পেটের ভেতর হলে তাকে টিউমার বা আব্বুর্দ বলে।
টিউমার সাধারণ দুই প্রকার যথা:
১. ম্যালিগন্যান্ট টিউমার- দূষিত টিউমার
২. ইনোসেন্ট টিউমার – দোষ শূন্য টিউমার।
স্হান এবং লক্ষণ ভেদে নিম্নের ঔষধ গুলো টিউমারের ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন।
* স্তনের টিউমারেঃ ফাইটোলক্কা, বেলেডোনা, ক্যালকেরিয়া ফ্লোর, লেপিস এল্বা, ব্রায়োনিয়া, কোনিয়াম ইত্যাদি।
* পলিপ টিউমারঃ ইহা নাসারন্ধ্রে, কর্ণে, জরায়ুতে, কন্ঠে, সরলান্ত্রে জন্মায়- calcarea flour, silicea, thuja ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায়।
* মূত্র থলিতে টিউমার – apis, apocynum, silicea ইত্যাদি ব্যবহারে ভালো কাজ করে।
* ডিম্ব কোষের টিউমারঃ apis, calcarea carb, colcynth, ,thuja ইত্যাদি ব্যবহারে চমৎকার ফলাফল পাওয়া যায়।
* মাথার টিউমারঃ calcarea flour, staphysag, thuja ইত্যাদি ব্যবহারে অব্যার্থ ফল পাওয়া যায়।
* চোখের টিউমারঃ calcarea flour, heper, arnica, causticum, conium, mercsol, silicea, thuja ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায়।
* মুখের টিউমারঃ Belladonna, coniun, causticum, acid nit, silicea ইত্যাদি ব্যবহার করা যায়।
* ঘাড়ের টিউমারঃ arsenic iod, calcarea carb, causticum, acid nit ইত্যাদি খুব ভালো কাজ করে।
* বাহুর টিউমারঃ arnica, causticum, sepia, silicea ইত্যাদি
ব্যবহারে টিউমার নির্মূল করা যায়।
* বুকের টিউমারঃ apis, arnica, acid nit, silicea ইত্যাদি অব্যার্থ ফল প্রদান করে।
* পাকস্থলী ও আশেপাশের অংশে- arsenic iod, Artemisia, kreasote ইত্যাদি ব্যবহারে উওম ফলাফল পাওয়া যায় ।
* পুংজননেন্দিয়ের টিউমারঃ arnica, mercsol, acit nit, sepia, thija, conium ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া যায়।
* চর্বিযুক্ত নরম টিউমারঃ baryta carb, calcarea carb, phytollacca ইত্যাদি মন্ত্রের ন্যায় কাজ করে।
* আঘাত জনিত কারণে টিউমার হলে সেখানে arnica ও conium ইত্যাদি অব্যার্থ ফল প্রদান করে থাকে।
এছাড়াও অনেক টিউমার আছে যা সময় স্বল্পতার কারণে লেখা সম্ভব হলো না।
** দূষিত টিউমার দ্রুত ক্যান্সার সৃষ্টি করে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। তাই টিউমার বা আব্বুর্দ হলে অবশ্যই অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করুন।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্হাঃ
ব্যথা হলে কুসুম গরম জলের সেক নিতে হবে। তৈলাক্ত এবং চর্বি জাতীয় কম খাবেন। টিপাটিপি করা যাবেনা।
নিসিন্দা পাতার প্রলেপ দিলে টিউমার হারিয়ে যায়।
কপালভাতি এবং অনুলোম বিলম করলেও আশাতীত উপকার হবে। টিউমার চিকিৎসা সেবা নিতে এবং বিস্তারিত জানতে ডাঃ কামরুল ইসলাম মনা
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post