Print Date & Time : 27 August 2025 Wednesday 8:47 am

টিবি, ম্যালেরিয়া, এইচ আইভি ও কোভিড বিষয়ক ওরিয়েন্টেশন

জাহিদ হাসান : কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্রাকের আয়োজনে টিবি, ম্যালেরিয়া, এইচ আইভি ও কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার সকাল ১১ টায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ ইতিহাসের প্রথম চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন।

উক্ত ইউনিয়ন পরিষদের মেম্বার, কর্মকর্তা-কর্মচারী সহ তালিকাভুক্ত সকলে উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন সভায় ভয়ংকর চারটি রোগ থেকে নিরাপদ ও সচেতনতা মূলক বক্তব্য রাখা হয়। সেই সাথে এ সকল রোগ মোকাবেলায় ব্রাকের গৃহীত পদক্ষেপ গুলো সম্পর্কে আলোকপাত করা হয়। ওরিয়েন্টেশন সভা কার্যক্রম পরিচালনা করেন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার অর্ধেন্দু প্রামানিক এবং প্রোগ্রাম অর্গানাইজার কাশীনাথ চন্দ্র সিংহ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//