মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: সুলতান সালাউদ্দিন টুকুকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল হয়েছে ।আজ শনিবার (২৮ মে) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের নের্তৃত্বে আনন্দ মিছিলটি গোড়াই শিল্পাঞ্চল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও মির্জাপুর উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। আনন্দ মিছিল শেষে কলেজ রোডের প্রেস ক্লাব চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন, ফিরোজ হায়দার খান, কোব্বত আলী মৃধা ও সেতু হায়দার খান প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//