Print Date & Time : 5 July 2025 Saturday 7:24 am

ট্রাকের তলে পড়ে মোটরসাইকেল চালক নিহত


ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মাদ্রাসার সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক সবুজ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার(১২ ডিসেম্ভর) বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক সবুজ ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়ার মৃত সাহাজাদ রহমানের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি অফিসার রেদওয়ান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও সালন্দর মাদ্রাসার সামনে একটি মাহিন্দ্র ট্রাকের তেলের টেংকি ফেটে তেল রাস্তায় ছড়িয়ে পড়েছিল।

নিহত মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁওয়ে আসার সময় ওই তেলে পিছলে রাস্তায় পরে যায়। এ সময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় ট্রাকের রেজিস্টেশন নাম্বারটিও তাৎক্ষনিক শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে নিহতের লাশ থানায় পাঠানো হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।