মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
দীর্ঘ ২০ বছর পর হাটহাজারীর চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.জামাল প্রকাশ ক্যারাটি জামাল (৬০) কে আটক করেছে র্যাব-৭।
শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী জামাল প্রকাশ ক্যারাটি জামাল উপজেলার মির্জপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকার মৃত সৈয়দ করিমের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে মৃত ভিকটিম আবুল বশর, বাদশাহ ও কাশেমদের সাথে আসামি জামালের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২০০৩ সালের মে মাসের ২৬ তারিখ সকাল ১১ টার টিকে জামাল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা আগ্নেয়াস্ত্র, কিরিচ এবং ধাড়লো চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাটহাজারী থানাধীন চারিয়া কাজীপাড়া এলাকায় ভিকটিম আবুল বশর, বাদশাহ ও কাশেমসহ ৩ জনকে এলোপাতারি গুলি করে, এছাড়াও কিরিচ ও দা দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতদের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ধৃত আসামী জামাল সহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২১(৫)০৩ এবং জি. আর নং- ১৩৯/০৩। পরে মামলাটির বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়। যাহাতে মামলার নম্বর হয় বিঃ ট্রাঃ মাঃ নং- ৪৫/০৪।
বিজ্ঞ আদালত সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া কার্যক্রম শেষে উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড সহ বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৭ চট্টগ্রামের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ কর্তৃপক্ষ জানান, আটকের পর উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী জামাল উল্লেখিত মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত এবং মূল পরিকল্পণাকারী ছিলো বলে স্বীকার করেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজের কাছে জানতে চাইলে তিনি আটকের সত্যতা স্বীকার করে জানান, আটককৃত পলাতক আসামি জামাল প্রকাশ ক্যারাটি জামালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post