রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ট্রেনের ৫৮টি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে বিপ্লব (৪৫) একই এলাকার মৃত আজিজ শেখের ছেলে তোতা শেখ(৬০)।
এবিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৮টি টিকিটসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইগগত ব্যবস্থা গ্রহণ করা হবে।