Print Date & Time : 13 September 2025 Saturday 1:34 pm

ট্রেনের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু

আজ বৃহস্পতিবার সকালে বুড়িমারী গামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৩) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে তাকে হাতীবান্ধা উপজেলা সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া গ্রামের মৃত কিসমত আলীর পুত্র আব্দুল মজিদ (৬৩)। তিনি বাড়ির পাশে রেললাইনের ধারে বসে ছিল। আব্দুল মজিদ কানে কম শুনতে পায় ও অন্ধ ছিল।

ট্রেনের হুইসেল শুনতে পায়নি। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুয়েল রানা জানান, ট্রেনের ধাক্কায় আহত মজিদ হাসপাতালে আনার আগেই মারা গেছে। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ অক্টোবর ২০২৩