Print Date & Time : 25 August 2025 Monday 3:25 pm

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত যুবকের আত্মহত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

বুধবার (৬ মার্চ) দুপুর বেলা দেড়টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রেলওয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি দে জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবকের মৃত্যুর খবর প্রত্যক্ষদর্শীরা তাদের জানান। ওই যুবকের রিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালর মর্গে প্রেরণ করবে। রেলওয়ে থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//