Print Date & Time : 2 July 2025 Wednesday 8:33 pm

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে লাঞ্চিত করা সেই দুই নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নাজমুল হোসেনকে গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে লাঞ্চিত করে দুই নারী। পুলিশ কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকা থেকে ওই দুই নারী মাস্তানকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে (আরসিআরসি সড়ক) ডিউটি করছিল ওই ট্রাফিক পুলিশ। ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশ। তারা সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে। এতে তারা পুলিশ কনস্টেবলের সাথে শুরু হয় তর্ক শুরু করে।

স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সাথে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেয়। এরপর আরেকজন ট্রাফিক পুলিশের মুখে জুতা দিয়ে আঘাত করে। তারপর তাদের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ওই দুই নারী ট্রাফিক পুলিশ নাজমুল হককে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায় দুই নারী। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার করা হয়।