আজম রেহমান,ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের আল-হাসানাহ স্কুলের অভিভাবক সমাবেশ স্থানীয় পীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে শনিবার ৩ টি স্তরে সম্পন্ন হয়েছে।
৩ টি ক্যাম্পাস নিয়ে পরিচালিত অভিভাবক সমাবেশের ১ম পর্যায়ে ক্যাম্পাস-১ এর সভায় বক্তব্য রাখেন, অভিভাবকদের মধ্যে পশু চিকিৎসক মোমিন হোসেন, রাজিউর রহমান, লাকী সরকার, আইরীন আখতার, সুলতানা আকতার, রাসেল সরকার, স্বাস্থ্য সেবা শিক্ষক মো: তানিম হোসেন, ক্যাম্পাস-১ ইনচার্জ মো: মনোয়ার হোসেন, ক্যাম্পাস-৩ ইনচার্জ মো: খালেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন, প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম প্রমুখ।
সভায় অভিভাবকরা শিক্ষার গুনগত মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এর মধ্যে বছর বছর ভর্তি ফি প্রত্যাহার, টিফিনের মান উন্নয়ন, টিউশন ফি হ্রাসকরন ও শ্রেণী শিক্ষার প্রতি গুরুত্বারোপ ও শিক্ষকদের আন্তরিক পাঠদান প্রভৃতি। প্রতিষ্ঠান প্রধান পরামর্শগুলো পর্যালোচনা করে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
১০.কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত :
শাহীন আহমেদ, কুড়িগ্রাম: ” নতুন বাংলাদেশ : চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি ( সনাক) এবং জেলা প্রশাসন পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
কুড়িগ্রাম সনাক খলিলগন্জ এলাকায় আরকে রোডে সকালে মানববন্ধন আলোচনা এবং র ্যালীর আয়োজন করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, উদয় শংকর চক্রবর্তী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সৌমেন দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।